ফসল লাউ
রোগের নাম :
ঢলে পড়া নেতিয়ে পড়া রোগ
রোগের কারণ :
ব্যাকটেরিয়া
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগ হলে গাছের পাতা হলদে হয়ে শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছ ঢলে পড়ে এবং মারা যায়।
দমন ব্যবস্থা:
. আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংশ করা বা পুড়ে ফেলা। • এ রোগের আক্রমণ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম কুপ্রাভিট অথবা ৪ গ্রাম চ্যামপিয়ন মিশিয়ে স্প্রে করা । • ফসল সংগ্রহের পর পুরাতন গাছ ও আবর্জনা আগুনে পুড়িয়ে দিন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , শিকড়
তথ্যের উৎস:
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এবং Farmer’s window