ফসল লাউ
রোগের নাম :
পাতায় দাগ রোগ
রোগের অন্য স্থানীয় নামঃ
-
রোগের কারণ :
ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
আক্রান্ত পাতায় গায়েচোখের মতো হলদে থেকে বাদামী রঙের ছোট ছোট দাগ দেখা যায়। ধীরে ধীরে একাধিক দাগ একত্রিত হয়ে বড় দাগ হয় পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতা পুড়ে যাওয়ার মত হয় ।
দমন ব্যবস্থা:
১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা ।২. রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
তথ্যের উৎস:
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এবং Farmer’s window