যন্ত্রের নাম বারি সোলার পাম্প
ফসল কলা
যন্ত্রের ধরন : সেচ
যন্ত্রের পরিচালনা পদ্ধতি : সূর্যালোক ও যআন্ত্রিক।
যন্ত্রের ক্ষমতা : গড় পানি নির্গমণ ক্ষমতা প্রতি মিনিটে ১৪০ লিটার ।
যন্ত্রের উপকারিতা :

কৃষিতে সৌর পাম্প সেচ পদ্ধতি ডিজেল চালিত সেচ পাম্পের বিকল্প, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব। বারি সোলার পাম্প ডিজেল চালিত পাম্পের বিকল্প হতে পারে।  

যন্ত্রের বৈশিষ্ট্য :

 বারি উদ্ভাবিত সেন্ট্রিফিউগাল টাইপ সৌর পাম্প ভূ-পৃষ্ঠস্থ পানি সেচের জন্য উপযোগী।** ২০ ফুট গভীরতা থেকেও পানি তোলা যায়। ** চালনায় তৈল ও জৈব জ্বালানি লাগে না। **  ৯০০ ওয়াট সোলার প্যানেল দিয়ে  চালনা করা হয়। **এ পাম্পে কোন ব্যাটারি লাগে না।

তথ্যের উৎস: বি এ আর আই অ্যাপস, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উপাদন বৃদ্ধি প্রকল্প- ডএিই ও সংগ্রহ ।