মরিচ এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
ফিউজেরিয়াম উইল্ট
ছত্রাক শিকড় রোগের শুরুতে গাছে নিচের পাতাগুলো কে ঝুলে পড়তে দেখা যায়। পাতায় এ ধরনের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই কাণ্ডের গোঁড়ার গ্রন্থিগুলি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। ফলে গাছ খুব দ্রুত ঢলে পড়ে। ফলে, কচি কচি ডালগুলো মরে বাদামী রঙ ধারণ করে। গাছের কাণ্ড ক্ষতিগ্রস্থ হয়। গোঁড়া পচে বাদামী রং ধারণ করে। পরিশেষে পাতা নুইয়ে পড়ে।