ক্যাটাগরি

ফসলের রোগ



ফসলের জাত পরিচিত

ফসলের পোকামাকড়

সেচ ব্যবস্থাপনা

আবহাওয়া ও দূর্যোগ ব্যবস্থাপনা

চাষপদ্ধতি

বীজ উৎপাদন ও সংরক্ষণ

মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা

ফসল সংগ্রহ ও সংরক্ষণ

আগাছা ব্যবস্থাপনা

বীজ ও বীজতলা

খামার যন্ত্রপাতি

কৃষি উপকরণ

ফসলের পুষ্টি মান

বাজারজাতকরণ

রোগের তথ্য

ফসল রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
মুগ হলদে মোজাইক ভাইরাস ভাইরাস পাতা আক্রান্ত পাতার উপর হলদে-সবুজ ছোপ ছোপ দাগ পড়ে। সাধারণত কচি পাতা প্রথমে আক্রান্ত হয়।
মুগ মুগের পাউডারি মিলডিউ ছত্রাক পাতা এ রোগে পাতার উপরে পাউডারের মত আবরণ পড়ে। সাধারণত: শুকনো মৌসুমে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়।
মুগ পাতার দাগ রোগ ছত্রাক পাতা পাতায় ছোট ছোট লালচে বাদামি বর্ণের গোলাকৃতি হতে ডিম্বাকৃতির দাগ পড়ে। আক্রান্ত পাতার উপর ছিদ্র হয়ে যায়। আক্রমণের মাত্রা বেশি হলে সম্পূর্ণ পাতা ঝলসে যায়।
কলা কৃমি রোগ কৃমি শিকড় , কান্ডের গোঁড়ায় শিকড় ক্ষত করে, কা দিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া ঢুকে কালো হয়ে পচে যায়। গাছ দূর্বল হয়। ঝড় বাদলে গাছ উপড়ে পরে।
কলা মুকু/কান্ড পচারোগ Pseudomonas solanacearum ব্যাকটেরিয়া কাণ্ড , পাতা কচি পাতায় আগা থেকে ক্রমে নিচের দিকে সম্পূর্ণ ভারাইল/ বুগুলি / মাঝ অংশ আক্রমণ করে । আক্রান্ত অংশ প্রথমে হলুদ, পরে কালো হয়ে পচে যায়।
কলা কলার সিগাটোকা রোগ Cercospora musae ছত্রাক পাতা , কচি পাতা আক্রমণে পুরানা পাতার উপর হলুদ দাগ পড়ে। দাগের আকার ক্রমশ বড় হয় এবং বাদামি বর্ণ ধারণ করে।
কলা কলার পানামা রোগ Fusarium oxysporum f. Cubense ছত্রাক পাতা , কচি পাতা প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয় এবং পরে কচি পাতাও হলুদ রং ধারণ করে। পরবর্তিতে পাতা বোটার কাছে ভেঙ্গে নিচের দিকে ঝুলে পড়ে এবং গাছ মারা যায়। কোন কোন সময় গাছ লম্বা লম্বিভাবে ফেটেও যায়। ভিতরের লক্ষণ- ভাসকুলার বান্ডল হলদে বাদামী রং হয়।
কলা কলার গুচ্ছমাথা রোগ/ভাইরাস রোগ ভাইরাস পাতা , কচি পাতা কলা গাছের বৃদ্ধি হ্রাস পায় এবং পাতা গুচ্ছাকারে বের হয়। পাতা আকরে খাটো, অপ্রস্থ এবং উপরের দিকে খাড়া থাকে। কচি পাতার কিনারা উপরের দিকে বাকানো এবং হলুদ রংয়ের হয়। পাতার শিরার মধ্যে ঘন সবুজ দাগ পড়ে।
কলা কলার কিউকাম্বার মোজাইক ভাইরাস রোগ ভাইরাস পাতা , কচি পাতা পাতায় হলুদাভ সবুজদাগের মিশ্রণ থাকে, ফলন ব্যাপকভাবে কমে যায়।
কলা কলার কর্ডানা patar দাগ রোগ Cordana musae ছত্রাক পাতা গাছের পাতায় বড় গোলাকার বাদামি, এর কিনারা গাঢ় লালচে বাদামি রঙ্গের দাগ পড়ে, ফলন কমে যেতে পারে। সিগাটোকা বাপাতার যে কোন দাগ রোগ হলে এ রোগ দেখ দেয়।
ফুল কপি ফুলকপির ব্লাক রট রোগ ছত্রাক পাতা আক্রান্ত পাতায় হালকা বাদামী থেকে ধুসর ছাই রংগের দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগ বড় হয় ও মধ্য শিরার দিকে অগ্রসর হলে অনেকটা ইংরেজি V অক্ষরের মত আকার ধারণ করে। দাগের কিনারা হলদে থাকে
ফুল কপি কার্ড পচা রোগ ফিউজেরিয়াম ইকোইজিটি ও অল্টারনেরিয়া প্রজাতির ছত্রাক এবং আরউইনিয়া কেরোটোভোরা নামক ব্যাকটেরিয়া সম্মিলিতভাবে সৃষ্টি করে ফুল এ রোগের কারণে ফুলকপির সব ফুল নষ্ট হয়ে যায় বা খাওয়ার অনুপোযোগী হয়ে যায়।ফুলকপির কার্ডে প্রথমে বাদামি রঙের গোলাকৃতি দাগ দেখা যায় পরে একাধিক দাগ মিশে বড় দাগ সৃষ্টি করে।ব্যাকটেরিয়া আক্রমণে কার্ডে দ্রুত পচন ধরে নষ্ট হয়ে যায়। আক্রান্ত কার্ড বা মাথা থেকে খুব কম পুষ্পমঞ্জরি বের হয় এবং তা খাওয়ার অযোগ্য হয়ে যায়।
ফুল কপি ফুলকপির ইয়োলো ভাইরাস রোগ ভাইরাস পাতা পাতা হলুদ হয়ে যায় । অধিক আক্রমণে গাছে ফল ধরে না।
ফুল কপি ফুলকপির গোড়া পচা রোগ পিথিয়াম, ফাইটোপথোরা, রাইজোকটোনা সোলানি, স্কেলোরিসিয়াম প্রজাতির ছত্রাক শিকড় , কান্ডের গোঁড়ায় চারার গোড়া বা শিকড় পচে ঢলে পড়ার মাধ্যমে এ রোগের লক্ষণ প্রকাশ পায়। অঙ্কুরোদগমের বীজ পচে যায় বা গজালেও হঠাৎ করে চারা মরে যায়। আক্রান্ত চারার গোড়ার চারদিকে বাদামি বর্ণের পানিভেজা দাগ দেখা যায় । আক্রমণের দুই দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে ও আক্রান্ত অংশে তুলারমতো সাদা মাইসেলিয়াম দেখা যায় ও অনেক সময় সরিষার মত ছত্রাকের অনুবীজ পাওয়া যায় স্যা৺তস্যা৺তে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে । রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে । চারা টান দিলে সহজে মাটি থেকে উঠে আসে।
রসুন রসুনের লাল মরিচা রোগ ছত্রাক কাণ্ড , পাতা এ রোগের আক্রমনে পাতায়, কান্ডে ও ফলে লালচে মরিচার মত একধরনের উচু দাগ দেখা যায়
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 শেষ >