চীনাবাদাম এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
মরিচা
ছত্রাক পাতা দাগ ধীরে ধীরে বড় হতে থাকে। আক্রমণের মাত্রা বেড়ে যাবার সাথে সাথে পাতার উপরের পিঠেও এ দাগ দেখা যায়।
লিফ স্পট / টিক্কা রোগ
ছত্রাক পাতা দাগগুলি নানা আকারের হয় এবং পাতার উপর এলোমেলো দাগ ছড়িয়ে পড়ে। মাঝে মাঝে দুই বা ততোধিক দাগ একত্রে মিলিত হয়ে বড় দাগের সৃষ্টি করে।