আলু এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
আগাম ধ্বসা (আর্লি ব্লাইট রোগ) Alternaria solani নামক ছত্রাক কাণ্ড , পাতা , ডগা প্রথমে নিচের পাতায় ছোট ছোট কাল থেকে বাদামি চক্রাকার দাগ দেখা যায়। দাগের চারিদিক হলুদ সবুজ বলয় দেখা যায়। যা দেখতে আনেকটা গো- চোখের মত। আক্রমন বেশি হলে অনেকগুলো দাগ একত্রে মিশে যায়। গাছ হলদে হয়ে পাতা নুয়ে পড়ে , অকালে মারা যায়।