লাউ এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
এনথ্রাকনোজ/ফল পচা রোগ ছত্রাক পাতা , ফল পাতায় গোলাকার দাগ দেখা যায়। কুয়াশায় পাতার পচন লক্ষ করা যায়। বীজ চাল কুমড়া পাকার কিচগু দিন আগেই ফলে এর লক্ষণ প্রকাশ পায়। প্রথমে ছোট কালো দাগ, এর মাঝটুকু সামান্য উচু হয়। দাগ বেড়ে পুরা ফলে কালো ছোপ ছোপ দাগ হেয়ে ফল পচে যায়।
মোজাইক ভাইরাস রোগ ভাইরাস পাতা , ফল চারা গজানোগাছের পাতায় হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।
মোজাইক ভাইরাস রোগ ভাইরাস পাতা , ফল চারা গজানো গাছের পাতায় হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।