মিষ্টি আলু এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
পাতায় দাগ পড়া ছ্ত্রাক পাতা পাতার উপরে বড় ঘন রঙের দাগ পড়েরে তা বড় হয়ে পাতা নষ্ট হয়ে যায়।
ঢলে পড়া রোগ ছ্ত্রাক কাণ্ড এ রোগ হলে গাছের পাতা হলদে হয়ে শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছ ঢলে পড়ে এবং মারা যায়।
মিষ্টিআলুর কান্ড পচা রোগ ছ্ত্রাক কাণ্ড এ রোগ দেখা দিলে কান্ডে পানি ভেজা কালো দাগ দেখা যায়।