পাট এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
গোঁড়া পচা (Soft Rot)
ছত্রাক কান্ডের গোঁড়ায় ভেজা তোলার মত এক ধরনের ছাতা গাছের গোড়ার চার পাশে বেড়ে ওঠে । ক্রমেই সরিষা বীজের মত ছত্রাকের বহু দানার সৃষ্টি হয় । গাছ গোড়া থেকে ঊপরের দিকে বাদামি রঙ ধারন করে । অবশেষে গোড়া পচে গাছ মাটিতে ঢেলে পড়ে যায় ।