মিষ্টি আলু এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল তোলা ---
ফসল সংরক্ষণের পূর্বে ১৩০-১৫০ দিনে মিষ্টি আলু পরিপক্ক/পুষ্ট হয়। তখন এর খোসায় আঁচড় দিলে ঘন দুধের মতো রস বের হয়। এ আবস্থায় বর্ষা আসার আগে লতা কেটে লাঙ্গল/ কোদাল দিয়ে তোলা দরকার ।
প্রক্রিয়াজাতকরণ

ফসল তোলার পর  কাটা, ছেড়া,ফাটা,  দাগী, রোগাক্রান্ত, পোকা খাওয়া, ভিন্ন আকার আকৃতির আলু  বাছাই করে নিন

সংরক্ষণ

 বাছাই করা আলু ফসল তোলার পর  পাস্কার করুন।

তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই ও কৃষি প্রযুক্তি ভাণ্ডার / বি এ আর আই অ্যাপস; সেচের মাধ্যমে ফসল উৎপাদন ম্যানুয়াল - ডিএই।