লেবু এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল তোলা -
ফসল সংরক্ষণের পূর্বে "লেবু সবুজ থাকা অবস্থায় সংগ্রহ করলে বাজার মূল্য বেশি পাওয়া যাবে। পেকে গেলে বাজারে চাহিদা কমে যায়। দু’একটি পাতাসহ ফল সংগ্রহ করলে বেশীদিন সংরক্ষণ করা যায়। জুলাই-আগস্ট এবং ডিসেমম্বর-জানুয়ারী মাস সংগ্রহকাল হিসেবে ধরা যায়।
প্রক্রিয়াজাতকরণ

বালাইমুক্ত ফল বাছাই করে নিন।

সংরক্ষণ

বাঁশের ঝুড়িতে, কাঠ, প্ল্যাস্টিক কন্টেইনারে  বা  পাতলা চটের বস্তায় ভরে প্যাকিং করুন।

তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বি এ আর আই, সেপ্টেম্বর,২০১৪। বাণিজ্যিক ফল বাগান - মো জমিউল ইসলাম ও অন্যান্য জুলাই,২০০৭।