কলা এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল তোলা -
ফসল সংরক্ষণের পূর্বে রোপণের ১০-১৩ মাসের মধ্যে সাধারণত সব জাতের কলাই পরিপক্ক হয় ।কলার গায়ের শিরাগুলো তি-চতুর্থাংশ পুরো হলেই কাটতে হয়। তাছাড়াও কলার অগ্রভাগের পুষ্পাংশ শুকিয়ে গেলে বুঝতে হবে কলা পুষ্ট হয়েছে। কলার রং হালকা হয় আসবে।সাধারণত মোচার আসার পর ফল পুষ্ট হতে আড়াই থেকে চার/৪ মাস সময় লাগে।
প্রক্রিয়াজাতকরণ

কলা কাটানোর পর কাদিঁ শক্ত জায়গায় বা মাটিতে রাখলে কলার গায়ে কালো দাগ পড়ে ও কলা পাকার সময় দাগওয়ালা অংশ তাড়াতাড়ি পচে যায়।

সংরক্ষণ

সাধারণত কাঁচা কলা তরকারি ও পাকা কলা ফল হিসেবে সরাসরি  খাওয়া হয়। তবে পাকা কলা ভিনেগার, জেম, জেলি, চিপস, কেচাপ এবং  আটা দিয়ে নানা পদের খাবার তৈরিসহ প্রসাধনীর উপক্জরণের জন্য প্রক্রিয়াজাত করা হয়। 

তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বি এ আর আই, কলা চাষ- এডিআইপি, ডিএই।