কচু এর কৃষি উপকরণ

বীজপ্রাপ্তি স্থান

বিএডিসি এর বীজ বিক্রয় কেন্দ্র। সরকার অনুমোদিত বীজ ডিলার। বিশ্বস্থ  বীজ উৎপাদনকারীকৃষক    

সার প্রাপ্তিস্থান ও মূল্য

 বীজের মূল্য: প্রতি কেজি১৫০-১৭৫ টাকা । পরিবর্তনশীল।                   বিএডিসি এর সার  বিক্রয় কেন্দ্র। সরকার অনুমোদিত সার ডিলার।  সারের  প্রতি কেজি মূল্য      ইউরিয়া:১৬.০০                 টিএসপি:২২.০০              ডিএপি: ২৫.০০               এমও পি: ১৫.০০            জিপসাম: ৫.০০১০.০০      ( পরিবর্তনশীল )               দন্তা সার: ৫০.০০-৮০.০০। গোর/ জৈর সার প্রাপ্তি সাপেক্ষে মূল্য নির্ধারণ হয়)। অনুজীব সার বিনায় পাওয়া যায়। 

অন্যান্য উপকরণ

নাম : : ছত্রাকনাশক/ কীটনাশক/ নিড়ানি,/ কাস্তে /জৈব , রাসায়নিক ও অনুজীব সার।

বর্ণনা :