টমেটো এর ফসলের সেচের তথ্য

সেচ ব্যবস্থাপনা

চারা রোপনের ৩/৪ দিন পর হালকা সেচ এবং পরবর্তীতে প্রতিবার সার উপরি প্রয়োগের পর সেচ দিতে হবে। গ্রীষ্মকালে ঘন ঘন সেচ দিতে হবে। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। 

বিভিন্ন ফসলের সেচ পদ্ধতি

১। সারফেইজ সেচ ২। নালা সেচ ৩। ড্রিপ সেচ ৪। বৃত্তাকার সেচ

সেচ ও নিকাশ পদ্ধতি

1 : সেচের জন্য ৩০-৪০ সেমি চওড়া ১৫ সেমি গভীর সেচ ও নিষ্কাশন নালা রাখতে হবে। তাছারা ঝাঝরা বা মাটির কলস দিয়ে সেচ দেয়া। প্রতিটি সেচের পর মাটির উপরিভাগের চটা ভেঙ্গে দিতে হবে।


লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি

সম্পূরক  সেচের জন্য জমির পাশে মিনি পুকুর করে বৃষ্টির পানি ধরে রাখতে হবে ।

তথ্যের উৎস দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বিএ আরসি ।