সেচ ব্যবস্থাপনা |
বীজ ছিটিয়ে বুনলে প্লাবন সেচ দিতে হবে। বেড করে চাষ করা হলে ২ সারির মধ্যে নালায় পানি দিতে হবে। সেচ পানির অপচয় রোধে সেচ নালা ভালোভাবে তৈরি করে নিন। রবি মৌসুমে প্রয়োজনে হালকা সেচ দিতে হবে। |
|
বিভিন্ন ফসলের সেচ পদ্ধতি | ১। সারফেইজ সেচ ২। নালা সেচ ৩। ড্রিপ সেচ ৪। বৃত্তাকার সেচ |
সেচ ও নিকাশ পদ্ধতি |
1 : চারা রোপণের পর জমির আদ্রতা বুঝে সকাল বিকাল ২/১ দিন পানি দিতে হবে। বৃষ্টি না হলে গাছের গোঁড়ায় ঝাজরি দিয়ে পানি দিতে হবে। বৃষ্টি ও সেচের পানি কোন অবস্থায় জমে থাকতে পারবে না। জমিতে পানি জমে গেলে নালা কেটে দিয়ে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
|
লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি |
মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচের ব্যবস্থা করতে হবে। জমিতে নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করে খড়কুটো ও কচুরিপানা বিছিয়ে রস সংরক্ষণ করুন। |
|
তথ্যের উৎস | ফসল উৎপাদন প্রযুক্তি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি প্রযুক্তি হাত বই |