সেচ ব্যবস্থাপনা | রবি মৌসুমে উঁচু জমিতে মাটির রস তাড়াতাড়ি শুকিয়ে যায় বিধায় মাটির রস বুঝে ১-২ টি সেচ দিতে হবে। খরিফ মৌসুমে ফসলের অবস্থা বুঝে প্রয়োজনে ১টি সেচ দেয়া যেতে পারে। |
বিভিন্ন ফসলের সেচ পদ্ধতি | ১। সারফেইজ সেচ ২। নালা সেচ ৩। ড্রিপ সেচ ৪। বৃত্তাকার সেচ |
সেচ ও নিকাশ পদ্ধতি |
1 : সাধারণত রবি মৌসুমে সেচ দেয়ার প্রয়োজন হয় না,তবে বীজ উৎপাদনের ক্ষেত্রে খরিফ মৌসুমে বৃষ্টিপাত হয় বিধায় পানি নিষ্কাশনের সুবিধা রাখতে হবে। |
লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি | মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচের ব্যবস্থা করতে হবে। জমিতে নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করে খড়কুটো ও কচুরিপানা বিছিয়ে রস সংরক্ষণ করুন। |
তথ্যের উৎস | কৃষি প্রযুক্তি হাতবই,বারি। |