সেচ ব্যবস্থাপনা | ফসলের পুরো জীবন কালে মাটিতে রসেরমাত্রা ৫০ % এর নিচে নেমে যাবার আগে সেচ দিন । তবেরসেরমাত্রা ৫০ % এর এর নিচে গেলে বাড়ন ও ফলন বেশ কমে যাবে। বাড়ন্ত শিকড়ের (কম বেশি ৯০সেমি) গভীরতা ৩ ভাগের ২ ভাগ নিচের মাটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে ** * চিকণ বুনটের মাটি / পলিময় কাদা জমিতে তা শক্ত ও কিছুটা আঠালো দলা হলে এবং জমিনে ফেলে দিলে না ভাংলে ২ দিন পর সেচ দিন । * * * মাঝারি থেকে মোটা বুনটের মাটি / বেলে প্রধান জমিতে তা শক্ত ও কিছুটা আঠালো দলা হলে এবং জমিনে ফেলে দিলে না ভাংলে ১ দিন পরই সেচ দিন । * বৃষ্টি বা অতিরিক্ত সেচের পানি জমিতে জমতে দিবেন না ।এর পর জো এলে কোদাল/নিড়ানি দিয়ে মাটির ওপরের চটা ভেঙে দিন । |
সেচ ও নিকাশ পদ্ধতি |
1 : জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই বৃষ্টি বা সেচের অতিরিক্ত পানি সময়মতো নালা দিয়ে বের করে দিতে হবে। |
লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি | - |
তথ্যের উৎস | সেচের মাধ্যমে ফসল উৎপাদন ম্যানুয়াল- ডি এ ই। কিউ এ আই এস- কৃষকের ডিজিটাল জানালা-ডি এ ই। বি এ আর আই আপস। এস আর ডি আই। |