ফুল কপি এর ফসলের সেচের তথ্য

সেচ ব্যবস্থাপনা

 প্রয়োজনে  চারা রোপণের পূর্বে , চারা রোপণের পর এবং  সার দেয়ার পর পানি দিয়ে চারার গোড়ার মাটি ভালভাবে ভিজিয়ে দিন।******রোপনের পর প্রথম ৪-৫ দিন একদিন পরপরই সেচ দিতে হবে। পরবর্তীতে ৮-১০ দিন অন্তর বা প্রয়োজন অনুযায়ী সেচ দিলেই চলবে। সেচ পরবর্তী জমিতে জো আসলে ফুলকপির স্বাভাবাড়নের জন্য মাটি চটা ভেঙ্গে দিন ।......সারের উপরি প্রয়োগের পর অবশ্যই সেচ দিতে হবে।

সেচ ও নিকাশ পদ্ধতি

1 : ফুলকপি গাছের সারির মাঝে সার দেয়ার পর সারির মাঝখানের মাটি তুলে দুপাশ থেকে গাছের গোড়ায় টেনে দিন। এতে সেচ ও নিকাশের সুবিধা হয়। খেয়াল রাখুন জমিতে যেন পানি বেশি সময় ধরে জমে না থাকে ।


লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি

-