পাট এর ফসলের সেচের তথ্য

সেচ ব্যবস্থাপনা
এ ফসলে সাধারণত সেচের প্রয়োজন হয় না। তবে বীজ বপনের আগে অতিমাত্রায় খরা হলে হালকা সেচ দিয়ে জো এনে বীজ বপন করা যায়। চারা  গজানোর পর ৩-৪ পাতা হলে যদি অতিমাত্রায় খরা দেখা দেয় প্রয়োজনে সম্পূরক সেচ দেয়া যেতে পারে। 

বিভিন্ন ফসলের সেচ পদ্ধতি

১। সারফেইজ সেচ ২। নালা সেচ ৩। ড্রিপ সেচ ৪। বৃত্তাকার সেচ

সেচ ও নিকাশ পদ্ধতি

1 : শক্তিচালিত সেচ যন্ত্র দিয়ে সেচ দেয়া যেতে পারে। তোষা পাট জলাবব্ধতা সহ্য করতে পারে না বিধায়, জমিতে নালা রেখে অতিরিক্ত পানি তারাতাড়ি বের করতে হবে।


লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি
উপকূলীয় যে সব এলাকায় জমিতে রস থাকে না সে সব জমিতে বীজ বপনের আগে সেচ দিয়ে বীজ বপন করতে হবে। জমির পাশে জলাধার (মিনি পুকুর) তৈরি করে বৃষ্টির পানি জমিয়ে সেচ দিতে হবে। 
তথ্যের উৎস BARC Website. কৃষিকথা- আশ্বিন-১৪২১ সংখ্যা।