সেচ ব্যবস্থাপনা | খরিফ মৌসুমে বীজ বপনের আগে খরা হলে সেচ দিয়ে জমিতে জো আসার পর বীজ বপন করতে হবে। জমিতে রসের অভাব হলে প্রয়োজনে হালকা সেচ দিয়ে নিড়ানি দিন। |
বিভিন্ন ফসলের সেচ পদ্ধতি | ১। সারফেইজ সেচ ২। নালা সেচ ৩। ড্রিপ সেচ ৪। বৃত্তাকার সেচ |
সেচ ও নিকাশ পদ্ধতি |
1 : বৃষ্টি ও সেচের পানি কোন অবস্থায় জমে থাকতে পারবে না। জমিতে পানি জমে গেলে নালা কেটে দিয়ে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। |
লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি | সম্পূরক সেচের জন্য জমির পাশে মিনি পুকুর করে বৃষ্টির পানি ধরে রাখতে হবে । |
তথ্যের উৎস | বারি কৃষি প্রযুক্তি হাত বই। প্রথম খণ্ড। পৃষ্ঠা-১৬৫। |