পোকামাকড় নাম | ফসলের যে অংশে আক্রমণ করে | পোকামাকড় চেনার উপায় | প্রধান ক্ষতির লক্ষণ |
---|---|---|---|
জাব পোকা ![]() | কাণ্ড , পাতা , ডগা , কচি পাতা , ফল , ফুল | পোকা দেখতে খুবই ক্ষুদ্র। এদের পাখা বা পাখাহীন উভয় অবস্থায় দেখা যায়। | গাছের কচি কাণ্ড, ডগা ও পাতার রস খেয়ে ক্ষতি করে। |
পামকিন বিটল ![]() | সব | এ পোকা দেখতে ক্ষুদ্র লাল রঙের | পূর্ণবয়স্ক পোকা গাছের পাতা ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এই পোকা বয়স্ক গাছের শিরা উপশিরাগুলো রেখে পাতার সম্পূর্ণ সবুজ অংশ খেয়ে ফেলে। এ পোকা ফুল ও কচি ফলে আক্রমণ করে। |
থ্রিপস | পাতা | পূর্ণবয়স্ক ও বাচ্চা পোকা পাতা থেকে রস চুসে খায়। ফলে ফলন কমে যায়। | পূর্ণবয়স্ক ও বাচ্চা পোকা পাতা থেকে রস চুসে খায়। ফলে ফলন কমে যায়। |