ফুল কপি এর পোকার তথ্য

পোকামাকড় নাম ফসলের যে অংশে আক্রমণ করে পোকামাকড় চেনার উপায় প্রধান ক্ষতির লক্ষণ
ফুলকপির সরুই পোকা (ডায়ামন্ড ব্যাক মথ) কাণ্ড , পাতা , কচি পাতা , ফল - ডিম থেকে কীড়া বের হয়ে পাতায় একত্রে গাদা করে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতা জালের মত হয়ে যায় পাতায় অনেক কীড়া দেখা যায় । কয়েক দিনের মধ্যে এরা ক্ষেতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে ।
কপির পাতা খেকো পোকা পাতা , কচি পাতা ম্থ দেখতে বাদামী রঙের পেছনের পাখা কিছুটা সাদাটে, প্রতিটি পাখায় ৩ টি কালো ছাপ ও কয়েকটি সাদা দাগ থাকে। কীড়া হালকা সাদা থেকে হ্লুদাভ সবুজাল টানা দাগ থাকে।; মাথার অংশ লালচে। পীঠের দিকে৩ টি ও পাশে২টি সাদা টানা দাগ থাকে। পুত্তলি মাট্র নিচে থাকে। কচি পাতা খেয়ে ফেলে। মারাত্মক আক্রমেণ প্রধাণ শিরা ছাড়া কিছু অবশিস্ট রাখে না।
কপির মাথা খেকো লেদা পোকা ফল এ পোকার ডিমগুলো গাদা করে ছাদের টাইলসের মত একটির উপর একটি সাজানো থাকে। কীড়ার মাথা লাল এবং হালকা থেকে হলুদাভ সবুজ বর্ণের। শরীরের পিঠের দিকে লম্বালম্বিভাবে সমান্তরাল তিনটি ডোরা দাগ থাকে। শরীরের উভয় পাশে দুটি লম্বালম্বি দাগ থাকে। এক সাথে অনেকগুলো কীড়া কপির বর্ধনশীল অংশ খেয়ে ফেলে। ফলে কপির মাথা নষ্ট হয় এবং খাওয়ার অনুপযোগী হয়। পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে । এভাবে খাওয়ার ফলে পাতা জালের মত হয়ে যাওয়া পাতায় অনেক কীড়া দেখতে পাওয়া যায় । কয়েক দিনের মধ্যে এরা ক্ষেতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে ।
কপির কাটুই পোকা কান্ডের গোঁড়ায় মথমাঝারি আকারের ধুসর রঙের কালসে ছোপ ছোপ ডোরাকাটা। পাখায় হালকা ঝালরের মতো সুক্ষ পশম থাকে। কীড়া নরম ৩-৪ সেমি, মেটে রঙ; মাথার অংশ কালচে হাদামিগ দ্রহের পীঠ বরার লম্বা লম্বি হালকা ধূসর /কালো চওড়া রেখা আছে। পুত্তলি গাঢ় বাদামি কাটার মতো অঙ্গ থাকে। রাতের বেলা মাটি বরাবর চারার গোড়া  কেটে দেয়। সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায় ।