ফসল | পটল |
পোকা চেনার উপায়: | - |
প্রধান ক্ষতির লক্ষণ: | পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে । চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায় । আক্রান্ত পাতা বিবর্ণ হয় ।পাতা কুকড়ে যায়।
|
দমন ব্যবস্থা: | · হাত জাল দ্বারা পোকা সংগ্রহ করে মেরে ফেলুন। ক্ষেতে হলুদ রংএর আঠালো ফাঁদ লাগান । * ০.৫% ঘনত্বের সাবান পানি অথবা ৫ মিলি তরল সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। । *৫০০ গ্রাম নিম বীজের শাঁস পিষে ১০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে তা ছেঁকে আক্রান্ত ক্ষেতে স্প্রে করুন।
|
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বীজ , শুরুতে , চারা , পূর্ণ বয়স্ক , সব , শুটি
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
আগা , পাতা , ডগা , সব , ফল , শিকড় , কান্ডের গোঁড়ায়
|
পোকামাকড় জীবনকাল : |
লার্ভা , সব , পূর্ণ বয়স্ক , নিম্ফ
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
লার্ভা , ফেজ -১ , ফেজ -২ , পূর্ণ বয়স্ক , নিম্ফ
|
অন্যান্য: | * পোকা নিধনে সর্বশেষ ব্যবস্থা হিসাবে যতদূর সম্ভব আগাম ফল তুলে প্রতি লিটার পানিতে ডায়মেথোয়েট ৪০ ইসি ( রগর/ টাফগর/ সানগর/ পারফেকথিয়ন ) ১মিঃলিঃ বা এডমায়ার ১ মিঃলিঃ বা মেটাসিস্টক্স ১ মিঃলিঃ বা সবিক্রন ১মিঃলিঃ বা এসাটাফ- ১.৫ গ্রাম মিশিয়ে স্প্রে স্প্রে করুন। * রাসায়নিক বালাইনাশক স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না
|
তথ্যের উৎস: | তথ্যসূত্রঃ কৃষকের জানালা
|