ফসল | রসুন |
পোকা চেনার উপায়: | এক ধরনের মথ। ডিম ফুটে কীড়া বের হয়। |
প্রধান ক্ষতির লক্ষণ: | কীড়া অবস্থায় পাতা মোড়ায় এবং সবুজ অংশ খায় । এটি সাধারণত কচি পাতাগুলো আক্রমণ করে থাকে। |
দমন ব্যবস্থা: | • আক্রন্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা ।
• আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে সুমিথিয়ন বা ফলিথিয়ন-২ মিঃলিঃ মিশিয়ে ভালভাবে স্প্রে করা । |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বাড়ন্ত পর্যায় , চারা
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
কচি পাতা
|
পোকামাকড় জীবনকাল : |
কীড়া
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া , নিম্ফ
|
অন্যান্য: | • আক্রন্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা । |
তথ্যের উৎস: | কৃষকের জানালা ও কিউ এ আই এস
|