ফসল     |  ফুল কপি  | 
			       							      				  
				   				      পোকা চেনার উপায়:    | ম্থ দেখতে বাদামী রঙের পেছনের পাখা কিছুটা  সাদাটে, প্রতিটি পাখায় ৩ টি কালো ছাপ ও কয়েকটি সাদা দাগ থাকে। কীড়া হালকা সাদা থেকে হ্লুদাভ সবুজাল টানা দাগ থাকে।; মাথার অংশ লালচে। পীঠের দিকে৩ টি ও পাশে২টি সাদা টানা দাগ থাকে।  পুত্তলি মাট্র নিচে থাকে।    | 
			     				  				 				    প্রধান ক্ষতির লক্ষণ:     |   কচি পাতা খেয়ে ফেলে। মারাত্মক আক্রমেণ  প্রধাণ শিরা ছাড়া কিছু অবশিস্ট রাখে না।   | 
			     			      
				  				  
			     
			      				     দমন ব্যবস্থা:   |  জৈব বালাইনাশক এসএনপিভি প্রতি লিটার পানিতে ০.২ গ্রাম হারে মিশিয়ে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন ।  * প্রতি সপ্তাহে একবার করে কীড়া নষ্টকারী পরজীবী পোকা, ব্রাকন হেবিটর পর্যায়ক্রমিকভাবে মুক্তায়িত করলে এ পোকার আক্রমণের হার অনেকাংশে কমে যায় । ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ব্যাকটেরিয়ার স্থানিক প্রয়োগের মাধ্যমে সফলভাবে পোকা দমন করুন।  * প্রতি ১০ লিটার পানিতে ৪০মিলি লিটার হিসাবে উদ্ভিদজাত কীটনাশক যেমন নিমবিসিডিন ছিটান।  * আক্রমণ বেশি হলে স্পর্শ বিষ যেমন সাইপারমেথ্রিনজাতীয় কীটনাশক (সুপারথ্রিন, সিমবুশ, ফেনম রাইসন ইত্যাদি ১০ তরল) প্রতি ১০ লিটার পানির সাথে ১০ মিলি হারে মিশিযে ১৫ দিন অন্তর ২-৩ বার গাছে স্প্রে করুন।  | 
				 
			      			      				     ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  :   | বাড়ন্ত পর্যায় 
				 | 
					
			      			      				  
					   ফসলের যে অংশে আক্রমণ করে   :   | 
					পাতা , কচি পাতা 
				 | 
			      	
			      				  
				     পোকামাকড় জীবনকাল  :   | 
					 কীড়া 
				   | 
			      	
			      					   পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে   :  |  
						লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া 
					 | 
			      			      			      
			      			         তথ্যের উৎস:  |  সমন্বিত কৃষি সেবা প্রযুক্তি- মো  জসিম উদ্দিন।   
			      |