ফসল
ফুল কপি
পোকা চেনার উপায়:
-
প্রধান ক্ষতির লক্ষণ:
ডিম থেকে কীড়া বের হয়ে পাতায় একত্রে গাদা করে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতা জালের মত হয়ে যায় পাতায় অনেক কীড়া দেখা যায় । কয়েক দিনের মধ্যে এরা ক্ষেতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে ।
দমন ব্যবস্থা:
আক্রমণ বেশি হলে স্পর্শ বিষ যেমন সাইপারমেথ্রিনজাতীয় কীটনাশক (সুপারথ্রিন, সিমবুশ, ফেনম রাইসন ইত্যাদি ১০ তরল) প্রতি ১০ লিটার পানির সাথে ১০ মিলি হারে মিশিযে ১৫ দিন অন্তর ২-৩ বার গাছে স্প্রে করুন ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , কচি পাতা , ফল
পোকামাকড় জীবনকাল :
কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া
তথ্যের উৎস:
http://qais.ml ফলিত ফসল সংরক্ষন - মকসুদুর রহমান গাজী