ফসল     |  কলা | 
			       							      				  
				   				      পোকা চেনার উপায়:    | পূর্ণবয়স্ক পোকা ১০.০-১৩.০ মিমি লম্বা । বাচ্চা ৮-১২ মিমি লম্বা ।  পূর্ণবয়স্ক পোকার রং চকচকে কালো। উপরের শক্ত আব রণ কিছুটা খাটো। মুচখভ দুই পাশে শুড় আছি। বাচ্চা হাল কা হলদে সাদা, মজবুত , মাংশাল, পাহীন,গুটিয়ে থাকে।    | 
			     				  				 				    প্রধান ক্ষতির লক্ষণ:     |  পূর্ণবয়স্ক উইভিল কলা গাছের গোড়ায় শিকড়ের উপর ডিম পাড়ে । ডিম ফুটে গ্রাব (বাচ্চা) বের হয় এবং ভেতরে ঢুকে যায় । ক্রমেই এটি উপর দিকে উঠে ও কান্ডের মাঝে কুরে কুরে খায় ও আক্রান্ত অংশ  পচে যায় । আক্রমণের মাত্রা বেশি হলে ডগার পাতা শুকিয়ে যায় এবং কোন কলা হয় না এবং গাছ মরে যায় ।   | 
			     			      
				  				  
			     
			      				     দমন ব্যবস্থা:   |  আক্রান্ত গাছ গোড়াসহ তুলে নষ্ট করুন। ** হলুদ রঙের ফাঁদ ব্যবহার করুন।  **তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করুন। **** আক্রান্ত জমিতে ২-৩ বছর কলা আবাদ না করে অন্য ফসল আবাদ করুন।  | 
				 
			      			      				     ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  :   | বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব 
				 | 
					
			      			      				  
					   ফসলের যে অংশে আক্রমণ করে   :   | 
					আগা , কাণ্ড , পাতা , কান্ডের গোঁড়ায় 
				 | 
			      	
			      				  
				     পোকামাকড় জীবনকাল  :   | 
					 পূর্ণ বয়স্ক 
				   | 
			      	
			      					   পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে   :  |  
						লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া 
					 | 
			      			      			       |   অন্যান্য:   | **আক্রমণ বেশি হলেকার্বোফুরান ৫ জি ১০গ্রাম  হারে গোড়ার চার পাশে  মাটিতে  মিশিয়ে মাটি ভিজিয়ে দিন।  ***প্রয়োজনে কৃষি  বিষয়ক অ্যাপস / কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।  |  
			      
				  			      
			      			         তথ্যের উৎস:  |  কৃষকের জানালা- ডিএই। Fruit ProductionManul- FAO/UNDP/ DA.1995.  
			      |