ফসল
মুগ
পোকার নাম :
সাদা মাছি
পোকার অন্য স্থানীয় নামঃ
-
পোকা চেনার উপায়:
সাদা মাছি পোকা খুব ছোট (প্রায় ১ মিলিমিটার লম্বা) ও দেহ খুব নরম। স্ত্রী মাছি পোকা একটু বড়। গায়ে মোমের মতো আবরণ থাকে বলে সাদা দেখায়।
প্রধান ক্ষতির লক্ষণ:
গাছের রস চুষে খাওয়ার ফলে গাছ শুকিয়ে যায় । এই পোকা এক ধরণের রস ছড়িয়ে দেয়, যেখানে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে । ফলে দূর থেকে আক্রান্ত গাছকে নিস্তেজ ও কালো দেখায়। গাছের বৃদ্ধি খুবই কম হয়। তাছাড়া এই পোকা মুগ ও মাসকলাইয়ে হলুদ মোজাইক ভাইরাস রোগ ছড়ায়।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
চারা , পূর্ণ বয়স্ক , যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে :
আগা , কাণ্ড , কচি পাতা
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
অন্যান্য: আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়।

তথ্যের উৎস:
কৃষি তথ্য সার্ভিস তথ্য অফিসার