ফসল | মরিচ |
পোকার নাম : | ফল ছিদ্রকারী পোকা |
পোকার অন্য স্থানীয় নামঃ | নেই |
পোকা চেনার উপায়: | ছোট ছোট কীড়ার মত, দেখতে সচ্ছ |
ক্ষতির লক্ষণ: | মরিচের বোটার পাশ দিয়ে ছিদ্র করে বীজ নষ্ট করে। ফলে ফল পচে যায়। |
প্রধান ক্ষতির লক্ষণ: | পাতা চামড়ার মত হয়ে যায় এবং শিরাগুলো মোটা হয়। পাতা এবং কচি কাণ্ড লালচে বর্ণের হয়। ফুলের কুঁড়ি বাঁকানো এবং মোচড়ানো হয়। |
দমন ব্যবস্থা: | মরিচের ফল ছিদ্রকারী পোকা দমনের
জন্য সাইপারমেথ্রিন ১০ ইসি গ্রুপের বালাইনাশক যেমন অ্যারিভো, সানমেরিন,
এগ্রোমেথ্রিন, ম্যাজিক প্রতি লিটার পানিতে ১মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালো ভাবে স্প্রে করতে হবে। স্প্রে করার পূর্বে পরিপক্ব ফল তুলে নিতে হবে। |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
ফল
|
পোকামাকড় জীবনকাল : |
লার্ভা
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
লার্ভা , সব
|
অন্যান্য: | সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। |
তথ্যের উৎস: | বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউট
|