ফসল
টমেটো
পোকা চেনার উপায়:
সাদা মাছি পোকা খুব ছোট (প্রায় ১ মিলিমিটার লম্বা) ও দেহ খুব নরম। স্ত্রী মাছি পোকা একটু বড়। গায়ে মোমের মতো আবরণ থাকে বলে সাদা দেখায়।
ক্ষতির লক্ষণ:
গাছের রস চুষে খায় বলে পাতা কুকড়িয়ে যায় ও গাছ শুকিয়ে যায়। এই পোকা এক ধরণের মধু ছড়িয়ে দেয় যেখানে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে। এই পোকা পাতা কোকড়ানো বা মোজাইক ভাইরাস রোগ ছড়ায়।এ রোগের আক্রমণে পাতা কুকড়ে আকারে ছোট হয়ে সবুজ রঙ নষ্ট হয়ে হলদে ভাব ধারণ করে। বয়স্ক পাতা শক্ত ও মচমচে হয়ে যায়। গাছ খাটো হয়ে যায় ফলে ঝাটার মতো দেখায়। বেশি আক্রান্ত হলে গাছ ঝোপালো হয়ে যায়। আক্রান্ত গাছের ডগায় ছোট পাতা গুচ্ছ আকার ধারণ করে। আক্রমণ বেশি হলে গাছের বৃদ্ধি অনেক কমে যায়, ফুল ও ফল ধরা ক্ষতিগ্রস্ত হয়।
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতার রস চুষে খায়
দমন ব্যবস্থা:
আক্রান্ত চারা তুলে ধ্বংস করতে হবে। আক্রমণ বেশি হলে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক (যেমন-ফাইফানন অথবা সাইফানন) ১০ লিটার পানিতে ১০ মিলিলিটার (২মুখ) অথবা চারা লাগানোর এক সপ্তাহ পর থেকে ৭ থেকে ১০ দিন পরপর Imidacloprid গ্রুপের অ্যাডমায়ার নামক কীটনাশক ২ মিলি প্রতিলিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করে সাদা মাছি পোকা দমন করা যায় ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কচি পাতা
পোকামাকড় জীবনকাল :
নিম্ফ
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
নিম্ফ
অন্যান্য: ১ কেজি আধা ভাঙ্গা নিম বীজ ১০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে উক্ত পানি পাতার নিচের দিকে স্প্রে করা

তথ্যের উৎস:
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বিএআরসি, নভেম্বর ২০১৩।