ফসল
পাট
পোকার নাম :
চেলে পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
নেই
পোকা চেনার উপায়:
পূর্ণবয়স্ক পোকা ধূসর কাল রঙের উইভিল। লম্বায় প্রায় ২ মিঃলিঃ। সারা গায়ে সাদা সূক্ষ্ম কাটা আছে। এ পোকার সম্মুখে ছোট বাঁকা শুঁড় আছে। অগ্রবক্ষ লম্বা চওড়ায় সমান এবং পিছনের দিক গোলাকৃতির। সদ্যজাত কীড়া (গ্রাব) সাদা রঙের এদের কোন পা নেই দেখতে “c” এর মত বাঁকা পুর্ণাজ্ঞ কীড়ার দীর্ঘ ৩ মিমিঃ এবং প্রস্থ ১মিমিঃ ।
ক্ষতির লক্ষণ:
-
প্রধান ক্ষতির লক্ষণ:
এপ্রিল মাস হতে জুলাই মাস পর্যন্ত পাট ক্ষেতে এবং আগস্ট বা সেপ্টেম্বর মাসে বীজ পাট ক্ষেতে আক্রমণ করে। পাটের চারা যখন ১২-১৫ সেমিঃ লম্বা হয় তখন এ পোকার আক্রমন হয়। চারা অবস্থায় এরা আলপিনের মত সূক্ষ্ম ছিদ্র করে পাতা খায় ।স্ত্রী পোকা শুঁড় দ্বারা গাছের ডগা ও গিটে ছিদ্র করে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়া বের হয়। এরা কাণ্ড ছিদ্র করে কাণ্ডের ভিতেরে চলে যায় এবং কাণ্ডের ছাল ও অন্যান্য কলা (টিস্যু) খেয়ে কাণ্ডের ভিতর মজ্জাতে প্রবেশ করে বড় হতে থাকে। আক্রান্ত স্থান হতে এক প্রকার আঠালো পদার্থ বের হয় এবং কীড়ার মলের সাথে মিশে শক্ত গিঁটের সৃষ্টি করে। পাট পচানোর সময় গিঁট পচে না। কোন কোন সময় ফল ও পোকা দ্বারা আক্রান্ত হয়। ইহা মুখ্য মাকড় হিসাবে চিহ্নিত ।
জৈবিক উপায়ে দমন :
-
দমন ব্যবস্থা:
আক্রান্ত গাছ সংগ্রহ করে পুতে ফেলা, ক্ষেত পরিস্কার রাখা, আক্রমন বেশী হলে বালাইনাশক ব্যাবহার করতে হবে । মেটাসিস্টকস আর ৫০% ইসি, নুভাক্রন ৪০% ইসি ১.৫ মিলি/লিটার মিশিয়ে স্প্রে করতে হবে ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , ডগা , কচি পাতা
পোকামাকড় জীবনকাল :
লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
পূর্ণ বয়স্ক , কীড়া
অন্যান্য: -

তথ্যের উৎস:
Insect and Mite pest of Jute, Kenaf and Mesta and Their Management, 2013. Md. Nazrul Islam and Hasina Banu. ফসলের বালাই বাবস্থাপনা মোঃ হাসানুর রহমান ২য় সংস্কার প্রকাশ কাল ২০১৩। "পাট কেনাফ মেস্তার ক্ষতিকারক পোকামাকড় ও নিয়ন্ত্রন" - কামরুজ্জামান ও রফিকুল ইসলাম প্রকাশকাল-২০১২ ।