ফসল | তরমুজ |
পোকার নাম : | পামকিন বিটল |
পোকার অন্য স্থানীয় নামঃ | নেই |
পোকা চেনার উপায়: | এ পোকা দেখতে ক্ষুদ্র লাল রঙের |
ক্ষতির লক্ষণ: | এ পোকা গাছের পাতা ও শিকড়ের ব্যাপক ক্ষতি করে থাকে। পূর্ণবয়স্ক পোকা গাছের পাতা ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এই পোকা বয়স্ক গাছের শিরা উপশিরাগুলো রেখে পাতার সম্পূর্ণ সবুজ অংশ খেয়ে ফেলে। এ পোকা ফুল ও কচি ফলে আক্রমণ করে। |
প্রধান ক্ষতির লক্ষণ: | পূর্ণবয়স্ক পোকা গাছের পাতা ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এই পোকা বয়স্ক গাছের শিরা উপশিরাগুলো রেখে পাতার সম্পূর্ণ সবুজ অংশ খেয়ে ফেলে। এ পোকা ফুল ও কচি ফলে আক্রমণ করে। |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বাড়ন্ত পর্যায়
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
সব
|
পোকামাকড় জীবনকাল : |
পূর্ণ বয়স্ক
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
পূর্ণ বয়স্ক
|
তথ্যের উৎস: | দৈনিক আলোকিত বাংলাদেশ এর কৃষি ও কৃষক পাতা হতে- লেখক- কৃষিবিদ নিতাই চন্দ্র রায়।
|