ফসল | মুগ ডাল |
পোকার নাম : | বিছা পোকা |
পোকার অন্য স্থানীয় নামঃ | নেই |
পোকা চেনার উপায়: | পূর্ণ বয়স্ক মথ মাঝারি হালকা হলুদ রঙের ও পাখায় কালো দাগ থাকে।কীড়া দেখতে কমলা রঙের, ৬-৮ ইঞ্চি লম্বা। |
ক্ষতির লক্ষণ: | ডিম থেকে কীড়া বের হয়ে পাতায় একসাথে গাদা করে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে। কীড়ায় খাওয়ার ফলে পাতা জালের মতো হয়ে যায় এবং দূর থেকেই চেনা যায়। কয়েকদিনের মধ্যেই সারা ক্ষেতে এই পোকা ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে। |
প্রধান ক্ষতির লক্ষণ: | কীড়ায় খাওয়ার ফলে পাতা জালের মতো হয়ে যায় এবং দূর থেকেই চেনা যায়। |
দমন ব্যবস্থা: | ডিম থেকে সদ্য বের হওয়া কীড়াসহ পাতাটি সংগ্রহ করে পোকা মেরে ফেলতে হবে। কীড়া বড় হয়ে সারা জমিতে ছড়িয়ে পড়ে। এ জন্য মাঠের চারিদিকে নালা তৈরি করে তারমধ্যে কেরোসিন পানি মিশিয়ে রেখে এদের চলাচলে বাধা দেয়া যায় । আক্রমণ খুব বেশি হলে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক যেমন-অ্যারিভো ১০ তরল অথবা সিমবুশ ১০ তরল ইত্যাদি প্রতি ১০ লিটার পানিতে ২০ মিলিলিটার (৪ মুখ) হারে মিশিয়ে স্প্রে করতে হবে। |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বাড়ন্ত পর্যায় , চারা
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
সব
|
পোকামাকড় জীবনকাল : |
সব
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
কীড়া
|
অন্যান্য: | সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। |
তথ্যের উৎস: | কৃষি তথ্য সার্ভিস তথ্য অফিসার
|