ফসল | চীনাবাদাম |
পোকা চেনার উপায়: | ক্ষুদ্র সবুজ পোকা। এদের দেহ লম্বা। রং বাদামী সবুজ বর্ণের হয়ে থাকে। এরা পাতার নিচের পৃষ্ঠে থাকে। |
ক্ষতির লক্ষণ: | এরা প্রচুর সংখ্যায় চীনাবাদামের কচি পাতা ও নরম কাণ্ড হতে রস চুসে খায় ও এক প্রকার বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। এর ফলে পাতার অগ্রভাগ বাদামী বর্ণ ধারণ করে। আক্রান্ত পাতা কুকচে যায়। ফলে বৃদ্ধি ব্যাহত হয়, ফুল ও ফল ধারণ বাধাগ্রস্ত হয়। |
প্রধান ক্ষতির লক্ষণ: | এর ফলে পাতার অগ্রভাগ বাদামী বর্ণ ধারণ করে। আক্রান্ত পাতা কুকচে যায়। |
দমন ব্যবস্থা: | ৫০ গ্রাম নিম বীজ ভেঙ্গে ১ লিটার পানিতে ১২ ঘণ্টা ভিজিয়ে ২-৩ গ্রাম ডিটারজেন্ট বা গুঁড়ো সাবান মিশিয়ে ছেকে ১৫ দিন অন্তর ৩ বার ছিটিয়ে পোকা দমন করুন |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বাড়ন্ত পর্যায় , পূর্ণ বয়স্ক
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
পাতা
|
পোকামাকড় জীবনকাল : |
পূর্ণ বয়স্ক
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
পূর্ণ বয়স্ক
|
অন্যান্য: | সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। |
তথ্যের উৎস: | কৃষি প্রযুক্তি হাতবই ,বারি। বিনা উদ্ভাবিত উন্নত কৃষি প্রযুক্তি পরিচিতি।
|