ফসল
মরিচ
পোকার নাম :
জাব পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
নেই
পোকা চেনার উপায়:
পোকা দেখতে ক্ষুদ্র সবুজ,খুবই নরম দেহের পোকা
ক্ষতির লক্ষণ:
পাতা ও ডগার রস চুষে খেয়ে পাতাকে বিবর্ণ করে ও পাতা,ফুল কুঁকড়ে যায়।
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতা ও ডগার রস চুষে খেয়ে পাতাকে বিবর্ণ করে ও পাতা,ফুল কুঁকড়ে যায়।
দমন ব্যবস্থা:
চারা অবস্থা থেকে পারফেকথিয়ন-৪০ ইসি বা টাফগার-৪০ ইসি জাতীয় কীটনাশক ১ লিটার পানিতে ১ মিলি স্প্রে করে বাহক পোকা দমন করা যায় । অথবা যেমনঃ ইমিডাক্লোরপ্রিড ২০ এসএল গ্রুপের বালাইনাশক যেমনঃ টিডো, এডমায়ার, ইসিটাফ, বাম্পার প্রতি ২ লিটার পানিতে ১মিলি হারে বালাইনাশক স্প্রে করা। বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা যেমনঃ বাতাসের অনুকূলে স্প্রে করুন, মুখে গামছা বেঁধে নিন, বালাইনাশকের বোতল শিশুদের নাগালের বাইরে রাখুন, বালাইনাশক প্রয়োগকৃত ক্ষেতে লাল নিশান টাঙ্গিয়ে দিন, গবাদি পশু বিচরণ করা থেকে বিরত রাখুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , ডগা , কচি পাতা
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
অন্যান্য: সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।

তথ্যের উৎস:
ফসলের বালাই ব্যবস্থাপনা। লেখক মোঃ হাসানুর রহমান