ফসল
মরিচ
পোকার নাম :
থ্রিপস
পোকার অন্য স্থানীয় নামঃ
নেই
পোকা চেনার উপায়:
উকুনের মত ছোট চিকন কালো ও লম্বাটে। বাচ্চা সাদা।
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতা সাদা হয়ে কুঁকড়ে যায়।
দমন ব্যবস্থা:
সাবানের গুড়া ৩-৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। আক্রমন দেখা দিলে ফেনিট্রোথিয়ন ৫০ ইসি ( সুমিথিয়ন, ফলিথিয়ন) প্রতি লিটার পানিতে ২ মিলি হারে অথবা থায়ামেথোক্সাম ( একতারা ২৫ WG) প্রতি ৫ লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। তবে স্প্রে করার পূর্বে পরিপক্ব ফল তুলে নিতে হবে। বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
পোকামাকড় জীবনকাল :
নিম্ফ
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
নিম্ফ
অন্যান্য: সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।

তথ্যের উৎস:
ফসলের বালাই ব্যবস্থাপনা। লেখক মোঃ হাসানুর রহমান