ফসল | চীনাবাদাম |
পোকা চেনার উপায়: | পোকা সাদা, শরীর নরম, মাথা লাল এবং কাঁচির মত দুটি দাত আছে। |
ক্ষতির লক্ষণ: | এরা দলবব্ধ হয়ে গাছের প্রধান শিকড় কেটে দেয় ও শিকড়ের ভিতরে গর্ত সৃষ্টি করে। মাটির নিচে বাদামের খোসা ছিদ্র করে বীজ খায়। |
প্রধান ক্ষতির লক্ষণ: | এরা দলবব্ধ হয়ে গাছের প্রধান শিকড় কেটে দেয় ও শিকড়ের ভিতরে গর্ত সৃষ্টি করে। মাটির নিচে বাদামের খোসা ছিদ্র করে বীজ খায়। |
দমন ব্যবস্থা: | পানির সাথে কেরোসিন মিশিয়ে সেচ দিলে উইপোকা জমি ত্যাগ করে। পাট কাঠির ফাঁদ তৈরি করে এ পোকা দমন করা যায়। মাটির পাত্রে পাটের কাঠি ভর্তি করে পুঁতে রাখলে তাতে উইপোকা লাগে। তারপর ঐ কাঠি ভর্তি পাত্র তুলে উইপোকা মারতে হবে। আক্রান্ত মাঠে ক্লাসিক ২০ ইসি ১০ লিটার পানিতে ৬০ মিলি মিশিয়ে ৫ শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে। |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বীজ
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
বীজ
|
পোকামাকড় জীবনকাল : |
পূর্ণ বয়স্ক
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
পূর্ণ বয়স্ক
|
অন্যান্য: | সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। |
তথ্যের উৎস: | কৃষি প্রযুক্তি হাতবই ,বারি। বিনা উদ্ভাবিত উন্নত কৃষি প্রযুক্তি পরিচিতি।
|