ফসল
টমেটো
পোকার নাম :
জাব পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
নেই
পোকা চেনার উপায়:
পোকা দেখতে ক্ষুদ্র সবুজ,খুবই নরম দেহের পোকা ।
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতা ও কচি ডগা থেকে রস চুষে খায়
দমন ব্যবস্থা:
সাবান গুলা পানি স্প্রে করা। আক্রমণ বেশী হলে যে কোন অনুমোদিত কীটনাশক ব্যবহার।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , ডগা , কচি পাতা
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
তথ্যের উৎস:
ফসলের বালাই ব্যবস্থাপনা(২য় সংস্করন) মোঃ হাসানুর রহমান