ফসল
তরমুজ
পোকার নাম :
জাব পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
নেই
পোকা চেনার উপায়:
পোকা দেখতে খুবই ক্ষুদ্র। এদের পাখা বা পাখাহীন উভয় অবস্থায় দেখা যায়।
প্রধান ক্ষতির লক্ষণ:
গাছের কচি কাণ্ড, ডগা ও পাতার রস খেয়ে ক্ষতি করে।
দমন ব্যবস্থা:
এ পোকা দমনের জন্য সুমিথিয়ন/ম্যালথিয়ন ৫৭ ইসি ২ মিলি/লিটার মাত্রায় স্প্রে করতে হবে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা , সব
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , ডগা , কচি পাতা , ফল , ফুল
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
অন্যান্য: ছাই ছিটানো বা সাবান গুড়া পানি স্প্রে করা

তথ্যের উৎস:
উচ্চমূল্য ফসলের উৎপাদন প্রযুক্তি(প্রশিক্ষণ মডিউল-৩) NCDP Project. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা-১২১৫