ফসল
লাউ
পোকার নাম :
ফলের মাছি পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
নেই
পোকা চেনার উপায়:
প্রাপ্ত বয়স্ক ও বড় আকারের কীড়ার গায়ের রঙ কিছুটা কালো ধরণের এবং গায়ের উপর লম্বালম্বি দাগ থাকে। পুত্তলি গাঢ় বাদামি রঙের ও পিছনের দিকে দুইটি ধারালো কাটা থাকে। মথ হালকা বাদামি রঙের।
প্রধান ক্ষতির লক্ষণ:
স্ত্রী মাছিগর্ভাশয় বা ফলের সাধারণত নিচের দিকে চামড়া/খোসা ছিদ্র করে ভিতরে ডিম পাড়ায় এ জাগায় (ক) পানির মতো কষ বেড় হয়, পরে শুকিয়ে বা বাদামি আঠা হয়ে জমে থাকে।(খ) এখান থেকে জীবাণু দিয়ে পচন শুরু হলে ধুসর / কালো দাগ ছড়িয়ে পড়ে। ( গ) কীড়ার কালো মল দেখা যেতে পারে । (ঘ) ধীরে ধীরে ফল পচতে থাকে। (ঙ) কচি ফল লাল হয়ে ঝরে পড়ে। বাড়ন্ত ফল বিকৃতি আকার ধারণ করে।
দমন ব্যবস্থা:
ফেরোমেন ফাঁদ(১০ শতাংশে৩টি হারে) / এর অভাবে প্লাস্টিকের বোতলে জানালা কেটে তাতে একটু স্পশ বিষ মিশানো আম বা খেজুরের রস ভরা ফাঁদ / কুমড়া বা লাউ এর টোপ/ কাঁঠলের বোথা মাচার সোয়া হাত অপ্রে , ১২ মিটার পর পর ব্যবহার এবং ফল তুলে ভিতরের কীড়া মেরে ফেলুন। ফেরোমেন ফাঁদ/ কুমড়া / লাউ এর টোপ/ ঠিক মতো আছে কি না বা সময় মতো বদলতে নিয়মিত ফসল পর্যবেক্ষণ করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , পূর্ণ বয়স্ক , ফলের বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব
ফসলের যে অংশে আক্রমণ করে :
ফল
পোকামাকড় জীবনকাল :
লার্ভা , পূর্ণ বয়স্ক
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , পূর্ণ বয়স্ক
অন্যান্য: সাইপারমেথরিন জাতীয় বালাইনাশক ১মিলি/লিটার হারে পানিতে মিশিয়ে সকালের পরে সাঁজের দিকে স্প্রে করুন। ইতোপূর্বে খাবার লতা/শখা ও ফল পেড়ে নিন। স্প্রে করার পর ১৫ দিনএর মাঝে সবজি বিষাক্ত থাকবে।

তথ্যের উৎস:
সেচের মাধ্যমে ফসল উৎপাদন ম্যানুয়াল- /কৃ ষ কের ডি জিটাল জানালা/কিউ এ আই এস-ডি এ ই।