ফসল
লাউ
পোকার নাম :
রেড পামকিন বিটল
পোকার অন্য স্থানীয় নামঃ
নেই
পোকা চেনার উপায়:
এ পোকা দেখতে ক্ষুদ্র লাল রঙের
প্রধান ক্ষতির লক্ষণ:
পাকা ঝাঝড়া করে ফেলে। আক্রমণ বেশি হলে চারা গাছেভ আগা, ফুল ও কচি ফল আক্রান্ত হয়।
দমন ব্যবস্থা:
হাত জাল দিয়ে পোকা ধরে মারুন। ১ কেজি মেহগনি বীজ কুঁচি করে ৫লিটার পানিতে ৪-৫ দিন ভিজিয়ে ছেঁকে ২০গ্রাম সাবানের গ্যড়া ও ৫ গ্রাম সোহাগা মিশিয়ে ২০ মিনিট ফুটিয়ে শীতল করে ৫ গুণ পানিতে গুলে স্প্রে করুন ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা , পূর্ণ বয়স্ক , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কচি পাতা , ফল , ফুল
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
অন্যান্য: গাছের গোড়ার মাটি কুপিয়ে ডিম ও কীড়া খঁজে মারুন , খাদক পাখি বসার জায়গি করুন ।চারা বের হবার পর থেকে ২০-২৫ দিন অবধি মশারি দিয়ে ঢেকে রাখুন। ভাই রাস ছড়ায়।

তথ্যের উৎস:
সেচের মাধ্যমে ফসল উৎপাদন ম্যানুয়াল- /কৃ ষ কের ডি জিটাল জানালা/কিউ এ আই এস-ডি এ ই।