ফসল | পেঁয়াজ |
পোকার নাম : | পেঁয়াজের ঘোড়া পোকা |
পোকার অন্য স্থানীয় নামঃ | নাই |
পোকা চেনার উপায়: | অল্পবয়সী পোকা এক ধরনের মথ। ডিম ফুটে সবুজ রঙের ২-২.৫ সেমি কীড়া ফলের ভিতরে বাস করে।
|
প্রধান ক্ষতির লক্ষণ: | পাতার সবুজ অংশ খেয়ে ক্ষতি করে। |
দমন ব্যবস্থা: | পাতায় ডিম / পোকা দেখলে তা তুলে ধ্বংস করুন। সিমবুশ ১০ ইসি প্রতি লিটার পানির সাথে ০.৫ মিঃ লিঃ বা প্রতি ১২ লিটার পানির সাথে ৬ মিঃ লিঃ ঔষধ মিশিয়ে ব্যবহার করুন। ভালভাবে পোকা দমন করতে হলে জমির আশে পাশে বা অন্য আগাছা থাকলে তা পরিস্কার করুন। |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বাড়ন্ত পর্যায়
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
আগা , পাতা , ডগা , কচি পাতা , সব
|
পোকামাকড় জীবনকাল : |
কীড়া
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
ফেজ -১ , ফেজ -২ , ফেজ -৩ , পূর্ণ বয়স্ক , কীড়া
|
অন্যান্য: | বালাইচেনা ও ব্যবস্থাপনায় প্রয়োজনে কল সেন্টার বা কৃষি বিশেষজ্ঞের সহায়তা নিন। |
তথ্যের উৎস: | কৃষকের জানালা
|