ফসল
আলু
পোকা চেনার উপায়:
পূর্ণ বয়সী পোকা ছোট, প্রায় মাথার উকুনের সমান। সবুজ/কাদামি রঙের।
প্রধান ক্ষতির লক্ষণ:
পোকা পাতা, কান্ড ও ডগা থেকে রস চুষে খায়। আলুর পাতা মোড়ানো ভাইরাস এবং অন্যান্য ভাইরাস ছড়ায় । আক্রান্ত পাতা কুঁকড়ে যায় এবং হলুদ বা নানা রঙ ও অস্বাভাবিক আকার ধারণ করে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , ডগা
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া