ফসল
মিষ্টি আলু
পোকা চেনার উপায়:
৫০ মিমি লম্বা, শরীর নরম ও তেলতেলে। মাথা কালচে, দেহ বদামী বা মেটে রঙের পীঠ বরাবর ও তার পাশে সমান্তরাল ভাবে হালকা ধূসর বা কাল চওড়া দাগ আছে। পুত্তলীঃ অপেক্ষাকৃত ছোট গাঢ় বাদামী রঙের তাবিজের মত। কাঁটার মত একটি অঙ্গ থাকে। মথঃ অপেক্ষাকৃত মাঝারী আকারের ধূসর রঙের মধ্য কালচে ছোপ ছোপ ডোরা দাগ আছে। পাখার নিচের দিখে ঝালরের মতো চিকণ পশম আছে।
প্রধান ক্ষতির লক্ষণ:
পূর্ণ বয়স্ক ও বাচ্চা গাছের গোড়া কেটে দেয়।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
কান্ডের গোঁড়ায়
পোকামাকড় জীবনকাল :
কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , ফেজ -১ , পূর্ণ বয়স্ক , কীড়া