ফসল
সয়াবিন
পোকা চেনার উপায়:
-
প্রধান ক্ষতির লক্ষণ:
এ পোকা সয়াবিনের ফল ছিদ্র করে ক্ষতি করে ।
দমন ব্যবস্থা:
১. আক্রন্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা।২. আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে সুমিথিয়ন বা ফলিথিয়ন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন: রিপকর্ড ১০ ইসি বা ওস্তাদ ১০ ইসি ২ মিঃলিঃ মিশিয়ে ভালভাবে স্প্রে করা তথ্যসূত্রঃ কৃষকের জানালা
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
ফলের বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব
ফসলের যে অংশে আক্রমণ করে :
ফল
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , ফেজ -১ , পূর্ণ বয়স্ক , কীড়া