ফসল
সয়াবিন
পোকা চেনার উপায়:
-
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতার উল্টো পিঠের সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পাতলা পর্দার মত করে ফেলে।এরা সারা মাঠে ছড়িয়ে পড়ে এবং পুরো পাতা খেয়ে ফসলের ব্যপক ক্ষতি সাধন করে ।
দমন ব্যবস্থা:
১. পাতায় ডিমের গাদা দেখলে তা তুলে ধ্বংস করতে হবে।২. ডিম আথবা আক্রমণের প্রথম অবস্থায় কীড়াগুলো যখন পাতায় দলবদ্ধ অবস্থায় থাকে তখন পোকা সমেত পাতাটি তুলে পায়ে মাড়িয়ে বা গর্তে চাপা দিয়ে মারতে হবে।৩. কার্বারিল গ্রুপের কীটনাশক যেমন: ভিটাব্রিল ৮৫ ডব্লিউপি ৩ গ্রাম বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন: কট ১০ ইসি ১ মিলি বা সিমবুশ ১০ ইসি ০.৫ মিলি./ লি হারে পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে।৪. ভালভাবে পোকা দমন করতে হলে ক্ষেতের আশে পাশে বা অন্য আগাছা থাকলে তা পরিস্কার করে ফেলতে হবে।৫.বিছা পোকা যাতে এক ক্ষেত হতে অন্য ক্ষেতে ছড়াতে না পারে সে জন্য প্রতিবন্ধক নালা তৈরী করা
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কচি পাতা
পোকামাকড় জীবনকাল :
লার্ভা , ফেজ -২ , পূর্ণ বয়স্ক
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , ফেজ -১ , ফেজ -২ , পূর্ণ বয়স্ক , কীড়া