ফসল | পেঁয়াজ |
পোকা চেনার উপায়: | এক ধরনের ২-৩ মিমি আকারের কালো রঙের পোকা। |
প্রধান ক্ষতির লক্ষণ: | পোকা গাছের কচি পাতা ও পুষ্পমঞ্জুরির রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে। এদের আক্রমণের কারণে পাতায় বাদামি দাগ হয়। |
দমন ব্যবস্থা: | . হলুদ রঙের ফাঁদ ব্যবহার করুন। . তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করুন। . ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন: এডমেয়ার ২০ এসএল ০.৫ মিলি./লি হারে পানিতে শিশিয়ে স্প্রে করুন। |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | বাড়ন্ত পর্যায় , চারা
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
পাতা , কচি পাতা , ফুল
|
পোকামাকড় জীবনকাল : |
পূর্ণ বয়স্ক , কীড়া
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
লার্ভা , ফেজ -১ , পূর্ণ বয়স্ক , কীড়া
|
তথ্যের উৎস: | তথ্যসূত্রঃ কৃষকের জানালা
|