ফসল
পেঁয়াজ
পোকা চেনার উপায়:
ছোট এক ধরনের মাকড়।
প্রধান ক্ষতির লক্ষণ:
অতি ক্ষুদ্র মাকড়ের আক্রমণে পেঁয়াজের পাতা কুঁকড়িয়ে জড়িয়ে যায় এবং বাদামি রং ধারণ করে। কন্দের আকার ছোট হয়ে ফলন কম হয়।
দমন ব্যবস্থা:
. ক্ষেত থেকে মাকড় বা ডিমসহ আক্রান্ত গাছ তুলে ফেলা/ ডাল কেটে দেয়া অপসারণ করুন। *. লক্ষণ দেখা দিলে প্রতি লিটার পানিতে অনুমোদিত মাকড়নাশক যেমন: সালফেক্স ১.৫ গ্রাম বা সানমাইট ৩ মিলি. বা ওমাইট ২ মিলি. হারে মিশিয়ে স্প্রে করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
সম্পূর্ণ গাছ
পোকামাকড় জীবনকাল :
কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , ফেজ -১ , পূর্ণ বয়স্ক , কীড়া
অন্যান্য: বালাইচেনা ও ব্যবস্থাপনায় প্রয়োজনে কল সেন্টার বা কৃষি বিশেষজ্ঞের সহায়তা নিন।

তথ্যের উৎস:
তথ্যসূত্রঃ কৃষকের জানালা