ফসল
কচু
পোকার নাম :
জাব পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
নেই
পোকা চেনার উপায়:
-
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতা, ফুল ও কচি ফলের রস চুষে খায়
দমন ব্যবস্থা:
জৈব বালাইনাশক (নিম্বিসাইড) ব্যবহার করুন
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
ফল পরিপক্ব
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , ফুল
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , নিম্ফ
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
কীড়া , নিম্ফ
অন্যান্য: আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞে/ কৃষি এ্যাপস এর পরামর্শ গ্রহণ।

তথ্যের উৎস:
কৃষি প্রযুক্তি হাত বই- বিএ আর আই।